‘খুনীদের ঠিকানা, এই বুয়েটে হবে না’, বিক্ষোভে উত্তাল আবরারের ক্যাম্পাস

|

আবরার ফাহাদের খুনীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘বুয়েটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই মিছিল শুরু করেন। তারা।

এসময় ‘খুনীদের ঠিকানা, এই বুয়েটে হবে না’, ‘ফাঁসি ফাঁসি, ফাঁসি চাই’, ‘প্রশাসনের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ভিসি তুই নীরব কেন, জবাব চাই, দিতে হবে’ এসব স্লোগান দিতে শোনা যায় শিক্ষার্থীদের।

গতকাল সোমবার ভোর রাতে বুয়েটের শেরে-ই বাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের নিয়ন্ত্রিত একটি কক্ষে ডেকে নিয়ে মারধর করেন। সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা ধরে চলে নির্যাতন। এরপর আবরার মারা গেলে তার লাশ সিঁড়ির পাশে নিয়ে রেখে আসা হয়।

এ ঘটনায় ইতোমধ্যে ৯ জনকে আটক করা হয়েছে। চিহ্নিত করা হয়েছে মোট ১৯জনকে। তাদের বিরুদ্ধে মামলা করেছেন আবরারের বাবা বরকতুল্লাহ। আজ সকালে কুষ্টিয়ায় তৃতীয় জানাজা শেষে ২১ বছর বয়সী আবরারের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply