আবরার ফাহাদ কিলিং মিশনে চিহ্নিতদের আজীবন বহিষ্কার ও বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ১০ দফা দাবিতে পলাশী মোড় অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এর আগে, এসব দাবি পূরণে ৭ দিনের সময় বেঁধে দিয়ে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা।
সকালে, মানববন্ধন করে আবরারের বিভাগের শিক্ষার্থীরা। এতে যোগ দেন শিক্ষকরাও। তারা বলেন, যে রাজনীতি ছাত্র মারে, সেই রাজনীতির দরকার নেই। পরে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধরা। ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা অবস্থান নেন শহীদ মিনার এলাকায়। এসময় তারা, সিসিটিভি’র ফুটেজে ধরা পড়া অভিযুক্তদের ১১ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানায়। পাশাপাশি সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনকারীরা।
Leave a reply