জার্মানির পূর্বাঞ্চলের একটি সিনাগগে হামলা চালিয়ে দু’জনকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারী। বুধবারের গোলাগুলিতে আহত হন কয়েকজন।
নিরাপত্তা বাহিনী জানায়, হল শহরের ইহুদি উপাসনালয় লক্ষ্য করে চালানো হয় এ হামলা। আটকের আগে, অনলাইন ভিডিও গেম প্ল্যাটফর্মে হামলার দৃশ্য লাইভ স্ট্রিমিং করছিলো আততায়ী। এসময়, সে উসকানিমূলক মন্তব্যও করে। পরে, অবশ্য ভিডিওটি মুছে দেয় কর্তৃপক্ষ।
সিনাগগের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেনা ছদ্মবেশে আসে হামলাকারী; ব্যবহার করে বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র। ২৭ বছর বয়সী যুবককে জার্মান নাগরিক হিসেবে চিহ্নিত করেছে নিরাপত্তা বাহিনী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কট্টর ডানপন্থি মতাদর্শ থেকেই এ হামলা। বিস্তারিত কারণ জানতে চলছে তদন্ত।
Leave a reply