বিদেশগামী কর্মীদের কাছ থেকে বাড়তি অর্থ নিলেই রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কোন অভিযোগ থাকলে তা মন্ত্রণালয়কে জানানোর পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি আরও জানান, নতুন ৫২টি দেশে জনশক্তি রফতানি নিয়ে ভাবছে সরকার।
চলতি বছর বিদেশ কর্মসংস্থান হয়েছে ৯ লাখ ৭৩ হাজার শ্রমিকের। এর মধ্যে নারীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার। জনশক্তি রফতানি বাড়াতে প্রশিক্ষণ ও ব্রিফিংয়ের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। বাড়তি মনোযোগ দেয়া হচ্ছে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায়। এ জন্য সব প্রবাসী শ্রমিককে বীমার আওতায় আনতে যাচ্ছে সরকার। মন্ত্রী বলেন, ‘নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’ প্রতিপাদ্য নিয়ে কাল দেশে পালিত হবে অভিবাসন দিবস। অন্যান্য দেশে দিনটি উদযাপনে আলাদা কর্মসূচি হাতে নিয়েছে দূতাবাসগুলো।
Leave a reply