পারস্পারিক যোগসাজসে সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর, বানোয়াট ও উদ্দেশ্যমূলক তথ্য ই-মেইলে প্রেরণ করার অভিযোগে র্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়েছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পর শনিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেজর হাফিজকে আটক করে র্যাব-৪। পরে পল্লবী থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। একই মামলায় পুলিশ বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ প্রধান অবসরপ্রাপ্ত কর্ণেল ইসহাককে গ্রেফতার করে আদালতে পাঠায়। তাকে কারাগারে প্রেরণ করেন আদালত। পুলিশ জানিয়েছে, আজ হাফিজ উদ্দিন আহমেদকে আদালতে নেয়া হবে।
Leave a reply