Site icon Jamuna Television

সিপিএল জিতলো সাকিবের বার্বাডোজ

গায়ানা ওয়ারিয়র্সকে ২৭ রানে হারিয়ে শিরোপা জিতেছে সাকিব আল হাসানের বার্বাডোজ ট্রেইডেন্টস। বার্বাডোজের দেয়া ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪৪ এ থেমে যায় গায়ানা।

গ্র্যান্ড ফিনালেতে শুরুতে ব্যাটিংয়ে নেমে অ্যালেক্স হেলস আর জনসন চার্লস ভালো শুরু এনে দেন বার্বাডোজকে। ৪৩ রানের উদ্বোধনী জুটি ভাঙে হেলস ২৮ রানে সাজঘরে ফিরলে। চার্লস করেন ৩৯ রান। মিডল অর্ডারে ফিলিপ সল্ট শূন্য, শেই হোপ আট আর সাকিব আল হাসান করেন ১৫ বলে ১৫ রান। বার্বাডোজ ৬ উইকেটে ১৭১ রানের পুঁজি পায় জনাথন কার্টারের ২৭ বলে ৫০ আর অ্যাশলি নার্শের ১৯ রানের ঝড়ো ইনিংসে।

বড় টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় গায়ানা। স্কোর বোর্ডে ৫৩ রান উঠতেই সাজঘরে ফেরেন হেমরাজ, হিটমেয়ার ও শোয়েব মালিক। ওপেনার ব্র্যান্ডন কিং ৪৩, নিকোলাস পুরান ২৪ আর কিমো পল ২৫ রান করলেও ৯ উইকেটে ১৪৪ রানের বেশি করতে পারেনি তারা। জয় পেলেও ২ ওভারে ১৮ রান দিয়ে উইকেট শূন্য থাকেন সাকিব।

Exit mobile version