বুরকিনা ফাসোতে পৃথক হামলায় নিহত ৩৯

|

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে পৃথক হামলায় প্রাণ গেছে অন্তত ৩৯ জনের। উত্তরের প্রত্যন্ত অঞ্চলে একটি মসজিদ, এবং একটি সোনার খনিতে হয় এসব সহিংসতা।

শনিবার পুলিশ জানায়, স্যালমসির গ্র্যান্ড মস্কে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় ঘটনাস্থলেই ১৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়। আরও সহিংসতার আশঙ্কায় ঘটনার পরপরই শহর ছেড়ে পালান অনেক বাসিন্দা।

সোউম প্রদেশে একটি সোনার খনিতে পৃথক হামলায় প্রাণ যায় আরও ২৩ জনের। নিহতদের বেশিরভাগই খনিশ্রমিক। হামলাকারীদের পরিচয় জানা যায়নি। বেশ কিছু সশস্ত্র জিহাদি গোষ্ঠী আর সেনা তৎপরতায় দীর্ঘদিন ধরেই অস্থিতিশীল দেশটির উত্তর ও মধ্যাঞ্চল। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সহিংসতায় গেল ক’মাসে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছে পাঁচ লাখ মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply