Site icon Jamuna Television

চিলি’র নির্বাচনে আবারও জয়ী রক্ষণশীলরা

চিলি’র নির্বাচনে আবারও জয় পেলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রক্ষণশীল ধনকুবের সেবাস্তিয়ান পিনেরা। রোববার প্রকাশিত হয় ফলাফল। নির্বাচনের দ্বিতীয় দফায় প্রায় ৫৫ শতাংশ ভোট নিশ্চিত করেন পিনেরা। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী বামপন্থি নেতা আলেজান্দ্রো গিলিয়ান পান ৪৫ ভাগ মানুষের ভোট। তবে তাকে জোরালো সমর্থন দিচ্ছিলেন বর্তমান প্রেসিডেন্ট ও সমাজতান্ত্রিক নেতা মিশেল ব্যাশেলেট। নির্বাচন কমিশন জানায়, প্রথমবারের মতো চিলির প্রবাসী নাগরিকসহ এবার নিবন্ধিত ভোটার ছিলেন এক কোটি ৪০ লাখ মানুষ। সে অনুযায়ী ভোটার উপস্থিতি ছিলো মাত্র ৪৮ শতাংশ। প্রথম দফার ভোটগ্রহণেও বিশাল ব্যবধানে এগিয়ে ছিলেন পিনেরা। কিন্তু কোন প্রার্থী-ই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ভোট গড়ায় দ্বিতীয় ধাপে। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় ছিলেন ধনকুবের সেবাস্তিয়ান পিনেরা।

Exit mobile version