Site icon Jamuna Television

মুসলিম মহিলাদের নিয়ে বিজেপি সাংসদের আপত্তিকর মন্তব্য

মুসলিম সম্প্রদায়ের প্রতি বিরুপ মন্তব্য করে আবার বিতর্কের স্বীকার হলেন ভারতের উত্তরাখন্ডের রুদ্রপুরের নির্বাচিত বিজেপি সাংসদ রাজকুমার ঠাকরাল। খবর ভারতীয় গণমাধ্যম গণশক্তি’র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও চিত্রে দেখা যায় রুদ্রপুরে একটি জনসভায় বক্তৃতাতে মুসলিম মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। তিনি বলেন, হিন্দুদের ধর্মচ্যুত করার লক্ষ্যে খাবার পানিতে থুথু ছিটিয়ে দেন মুসলিম মহিলারা। এসময় তিনি মুসলিমদের ভারতের প্রতি অবিশ্বস্ত বলেও মন্তব্য করেন।

জনসভায় তিনি মুসলমানদের সমর্থন দরকার নেই বলেও মন্তব্য করছেন। একইসাথে জনসভায় আগত সুধীদের উদ্দেশ্যে বলেন আপনারা কখনো মুসলিমদের সামনে বা মসজিদে মাথা নত করবেন না।

Exit mobile version