Site icon Jamuna Television

শীর্ষ সন্ত্রাসী জিসানের জামিন পাওয়ার খবরকে ভিত্তিহীন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শীর্ষ সন্ত্রাসী জিসানকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে বলে আবারও নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেন, তার জামিন কিংবা গ্রেফতার হয়নি বলে যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীন।

রোববার রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠানে মন্ত্রী বলেন, তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে জিসানের বিষয়ে সংবাদ প্রচার হয় যে সে গ্রেফতার হয়নি। কোনো কোনো গণমাধ্যম দাবি করে গ্রেফতার হলেও সে জামিনে বেরিয়ে গেছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জিসানের গ্রেফতারের বিষয়টি আরেকবার নিশ্চিত করলেন।

২ অক্টোবর রাতে জিসান আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে গ্রেফতারের কথা জানিয়েছিলেন পুলিশ সদর দফতরের এনসিবি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এআইজি মহিউল ইসলাম।
২০০৩ সালে মালিবাগে দুই ডিবি পুলিশ হত্যার পর বিদেশে পালিয়ে যায় শীর্ষ সন্ত্রাসী জিসান। সম্প্রতি দুর্নীতিবিরোধী অভিযানে খালেদ মাহমুদ ও জি কে শামীমকে আটকের পর আবার আলোচনায় আসে জিসানের নাম।

Exit mobile version