Site icon Jamuna Television

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ১০

ইয়েমেনের মারিব এলাকায় সৌদি জোটের বিমান হামলায় প্রাণ গেছে কমপক্ষে ১০ নারীর। রোববার আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তারা এক বিবৃতিতে এই এই তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত ১১টা নাগাদ একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন নারীদের দলটি। পথে তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে তিন দফা মিসাইল হামলা চালানো হয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় সবাই। চিকিৎসকরা নিশ্চিত করেন, তারা সবাই প্রভাবশালী হায়সান পরিবারের সদস্য। আটজনের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। বাকি দু’জন কিশোরী।

হুতি বিদ্রোহীদের দমনে ইয়েমেনের ঐ এলাকায় অভিযান চালাচ্ছে সৌদি জোট। ধারণা করা হচ্ছে, বিদ্রোহীদের গাড়ি ভেবে বেসামরিক নাগরিকদের ওপর চালানো হয়েছে এই হামলা। অবশ্য এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি সৌদি জোট।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version