প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে সাকিব আল হাসানের দল কেরালা কিংস। ফাইনালে পাঞ্জাবি লিজেন্ডসকে ৮ উইকেটে হারিয়েছে কেরালা। পাঞ্জাবের দেয়া ১২১ রানের টার্গেটে ১২ বল বাকি থাকতেই জয় ছুঁয়ে ফেলে দলটি। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানে উমর আকমলকে হারায় তামিমের পাখতুনসকে হারিয়ে ফাইনালে ওঠা পাঞ্জাব। তবে এরপর লুক রঙ্কির ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগোয় দলটি। ৩৪ বলে ৫ ছক্কায় ৭০ রান তোলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। এমরিটের বলে শোয়েব মালিকের ক্যাচ ধরেন সাকিব আল হাসান। তবে ২ ওভার বোলিং করে ৩১ রান দিলেও কোন উইকেট পাননি এই বাংলাদেশি অলরাউন্ডার। প্রথম বলে চ্যাডউইক ওয়ালটন ফিরে গেলেও। কেরালার প্রথম শিরোপা জয়ে বাকি কাজটা করেন পল স্টার্লিং ও এউইন মরগ্যান। ২১ বলে ৬৩ করে মরগ্যান আউট হলেও; ২৩ বলে ৫২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আইরিশ ম্যান পল স্টার্লিং।
Leave a reply