ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলাগুলি, নিহত ১

|

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ফাট্টাঝিড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিকাল ৪ টার দিকে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ হলে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে গুলি চালাতে বাধ্য হয়। এতে ঘটনাস্থলে ১ জন নিহত ও দুজন আহত হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার।

আজ সোমবার সকাল ৯টা থেকে নাইক্ষ্যংছড়ি সদর, সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় ভোটারদের।

নাইক্ষংছড়ির তিনটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৭জন, পুরুষ মেম্বার পদে ৯৪জন ও মহিলা মেম্বার পদে ২৮জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। আর সর্বমোট ভোটার রয়েছে ২৪ হাজার ৪১৩জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৩৪০ জন ও মহিলা ১২ হাজার ৭৩ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply