১০ লাখ টাকা বিল, হাসপাতালের ৪ তলা থেকে লাফিয়ে রোগীর আত্মহত্যা

|

রোগীর সেবার নামে কিছু হাসপাতাল অতিরিক্ত বিল করে থাকে। তখন হয়তো রোগীকে এসব জানানো হয় না। কিন্তু এবার হাসপাতালের ১০ লাখ টাকা বিল দেখে নার্সিংহোমের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক রোগী। এ ঘটনা ঘটেছে ভারতের শিলিগুড়িতে।

জানা যায়, দূর্গা পূজার অষ্টমীর দিন নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন শিলিগুড়ি শহর সংলগ্ন কাওয়াখালির বাসিন্দা বছর চল্লিশের রমানাথ করাতি। তাঁকে ভর্তি করানো হয় বেসরকারি নার্সিংহোমে। তাঁকে দু’দিন আইসিইউ-তে রাখা হয়েছিল। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সাধারণ বিভাগে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই নার্সিংহোম তাঁর চিকিৎসা বাবদ প্রায় ১০ লক্ষ টাকা বিল করা হয়।

বিলের অঙ্ক শুনে রমানাথবাবু নিজে বেশ চিন্তিত হয়ে পড়েন। এরপর আজ সকাল সাড়ে ছ’টার দিকে চারতলার টয়লেটের জানলা দিয়ে ঝাঁপ দেন রমানাথ করাতি। নিচে আছড়ে পড়ে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply