স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরের শিবচরে ভ্রাম্যমাণ আদালতের ইলিশ সংরক্ষণ অভিযানে অসাধু জেলেরা হামলা চালালে পুলিশ ১০ রাউন্ড ফাকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীরা ডাকাত ডাকাত বলে হামলা চালায় বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। অভিযানে ১ হাজার মিটার জাল বিনষ্ট করে ও ৬টি মাছ ধরার ট্রলার ফুটো করে ডুবিয়ে দেয়া হয়।
জানা যায়, মা ইলিশ সংরক্ষণে গত ৯ অক্টোবর থেকে ২২ দিন মা ইলিশ নিধনে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর জেলার শিবচরের বন্দরখোলার কাজীসুরা এলাকায় মা ইলিশ ধরার মহোৎসব শুরু হয়। চলছিল কেনা বেচার হাট । অনেকে এনিয়ে ফেসবুকে লাইভও দেয়। এ ঘটনায় রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) আল নোমানসহ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান চালায়। সন্ধ্যার দিকে অসাধু জেলেরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত ডাকাত বলে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশ ১০ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
Leave a reply