পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছেন প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন। মঙ্গলবার ব্রিটেনের রাজপরিবারের এই দুই সদস্য ইমরানের সাথে দেখা করেন। ২০০৬ সালে প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামেলিয়ার সফরের পর এই প্রথম কোনো ব্রিটিশ রাজদম্পতি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানে যান। তাদের সম্মানে পাক প্রধানমন্ত্রী বিশেষ ভোজের আয়োজন করেন।
উইলিয়ামের প্রয়াত মা প্রিন্সেস ডায়ানা ছিলেন ইমরান খানের বান্ধবী। শওকত খান মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের সহায়তা তহবিল সংগ্রহে ১৯৯৬ ও ১৯৯৭ সালে তিনি পাকিস্তান সফরে যান।
ইমরান খানের সঙ্গে বৈঠকের আগে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি ও তার স্ত্রী সামিনা আরিফ নিজেদের সরকারি বাসভবন আইওয়ান সদরে তাদের অভ্যর্থনা জানিয়েছেন।
ইমরানের সাথে সাক্ষাতের জন্য অনেকটা এশীয় ডিজাইনে সবুজ জামা ও সাদা পায়জামা পরে আসেন মিডলটন। সাথে ছিল কালো ওড়না। আর উইলিয়ামের পরনে ছিল সহজাত স্যুট। রাজদম্পতির সঙ্গে এসময় পাকিস্তানে ব্রিটিশ রাষ্ট্রদূত থমাস ড্রিউ ছিলেন।
Leave a reply