তুলির শেষ আঁচড় পড়ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে। সাদা রঙে সাজানো হচ্ছে। সব কিছু ঝকঝকে-তকতকে। নীচতলা থেকে চারতলা পর্যন্ত ঝাড়-মোছ করা হচ্ছে। উপলক্ষ একটাই। আজ বাংলাদেশে আসছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গোলিয়া থেকে রাত ১টা ৫০ মিনিটে ঢাকায় এসে পৌঁছার কথা তার। বৃহস্পতিবার রাতে উড়ে যাবেন লাওসে। তবে এর মধ্যে বৃহস্পতিবার কোনো একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইনফান্তিনো।
ঢাকায় অবস্থানকালে ফিফা প্রেসিডেন্টের সূচি এখনও নির্ধারণ করেনি বাফুফে। জানা গেছে, ইনফান্তিনো নিজেই জানাবেন ঢাকায় একদিনের সফরে তিনি কী করবেন। বাংলাদেশে এ নিয়ে ফিফা সভাপতিদের চতুর্থবার আগমন। ১৯৮০-৮১ সালের দিকে হোয়াও হ্যাভেলেঞ্জ এসেছিলেন। এরপর সেপ ব্লাটার দু’বার এসেছিলেন, ২০০৬ ও ২০১২ সালে। আজ আসছেন ইনফান্তিনো।
Leave a reply