কৃষক হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের ফাঁসি

|

কুষ্টিয়ার ভেড়ামারায় কৃষক হানিফ আলী খামারু হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ সকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই আদেশ দেন।

অভিযুক্তরা হলেন ভেড়ামারা উপজেলার আড়কান্দি গ্রামের লরু প্রামানিকের ছেলে শ্যামল প্রামানিক, একই গ্রামের মৃত বাদশা আলী মন্ডলের ছেলে আসমত আলী মন্ডল ও মৃত মিরাজ উদ্দিন খামারুর ছেলে মুকুল হোসেন।

এছাড়াও হানিফ আলী খামারুর স্ত্রী দোলেনা বেগমকে পেনাল কোডের ৩০২/১০৯ ধারায় দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ এপ্রিল রাতে আসামিরা পূর্ব পরিকল্পনা মোতাবেক হানিফ আলী খামারুকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় নিহতের ছেলে আমিরুল ইসলাম ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ভেড়ামারা থানা পুলিশ ২০১৭ সালের ১৫ জুন আদালতে চার্জশিট দেয়। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply