জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে অভিযান চালিয়ে ঘুষ গ্রহণের সময় ১ লাখ ৩৩ হাজার টাকাসহ অফিস সহকারী গোলাম মোস্তফা খোকনকে আটক করেছে দুদক।
গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধকার দুপুরে টাঙ্গাইল দুদকের উপ পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে দুদকের একটি দল জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে অভিযান চালিয়ে ৩৬ হাজার টাকা ঘুষ গ্রহণকালে হাসপাতালের অফিস সহায়ক গোলাম মোস্তফা খোকনকে আটক করে।
পরে তার পকেট থেকে ২৭ হাজার ৩২ টাকা ও আলমারি থেকে ৭০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৩৩ হাজার ৩২ টাকা উদ্ধার করে দুদক।
দুদক জানায়, ওই অফিস সহকারীর নার্সদের বিনোদন ভাতা আটকে রেখে হয়রানী করে ঘুষের টাকা দাবি করেছিল এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বেতন বিলের চেক, মাতৃত্বকালীন ছুটির আবেদন আটকে রেখে ঘুষ গ্রহণের অভিযোগও রয়েছে।
প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আটককৃত গোলাম মোস্তাফার বিরুদ্ধে এজাহার দায়ের শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Leave a reply