ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে বিজয়ীর বেশে দেশে ফিরেছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। মঙ্গলবার রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেছে সাকিবের দল বার্বাডোজ ট্রাইডেন্টস। দেশে ফিরে সাংবাদিকদের তিনি জানান, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা আসন্ন ভারত সফরে কাজে লাগবে।
তবে ব্যক্তিগত পারফরম্যান্সে খুশি নন অন্যতম বিশ্বসেরা এ অলরাউন্ডার। যেমনটি উঠে এসেছে তার কথায়, ‘দলগত নৈপূণ্যের কারণেই সিপিএল চ্যাম্পিয়ন হয়েছে বার্বাডোজ। তবে দল চ্যাম্পিয়ান হলেও নিজের পারফরম্যান্সে পুরোপুরি খুশি নই।’
২০১৯ সিপিএল আসরে বার্বাডোজের হয়ে ৬ ম্যাচ খেলে ১৮.৫ গড়ে ১১১ রান করেন সাকিব। আর বল হাতে শিকার করেন মাত্র ৪ উইকেট।
Leave a reply