নওগাঁর ধামইরহাটে সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি দমন কমিশন দুদক এর অভিযানে ঘুষের টাকাসহ অফিস সহকারী ও নৈশপ্রহরীকে আটক হয়েছেন।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিকেলে রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সহকারী পরিচালক আল-আমিনসহ সঙ্গীয় দুদক টিম ধামইরহাট সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালায়।
এ সময় ঘুষ ও অনিয়মের ২৮ হাজার ৮৮৫ টাকা গননাকালে দুদকের উপ-পরিচালক সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী চকযদু গ্রামের আব্দুর রহিমের ছেলে রেজাউল ইসলাম (৫০) ও নৈশপ্রহরী চকপ্রসাদ গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে এনামুল হক (৪০) আটক করে।
এ সময় উপস্থিত জনতা ও সাংবাদিকদের সামনে ঘুষের টাকার ভাগ সাব-রেজিস্ট্রার তাহাজ্জোদ আলী নেন বলে অফিস সহকারী রেজাউল ইসলাম জন সম্মুখে স্বীকার করেন।
দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, অভিযানের দিন ধামইরহাট সাব-রেজিস্ট্রি অফিসে ২১টি দলিল সম্পাদন হয় এবং তার সরকারী ফি হিসাব অনুযায়ী ৯ হাজার ৪৮৫ টাকা কিন্তু সেখানে সরকারী ফি বাদে অতিরিক্ত ২৮ হাজার ৮৮৫ টাকা পাওয়া যায়। যা অফিস সহকারী ও নৈশপ্রহরী অনিয়ম করে এসব টাকা গ্রহণ করেছেন বলে স্বীকার করেন।
সাব-রেজিস্ট্রারকেও আমরা নজরদারিতে রেখেছি। তদন্তে জড়িত পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।
Leave a reply