পাবনার ঈশ্বরদীর পদ্মায় নৌকাডুবি, একজনের লাশ উদ্ধার

|

পাবনা প্রতিনিধি:

ঈশ্বরদীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নাসিম (২১) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর মোল্লার ঘাট এলাকায় এ নৌকাডুবি হয়।

নিহত নাসিম উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের আইনুল মল্লিকের ছেলে।

পাকশী ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান খোকন জানান, বুধবার বিকেলে পদ্মা নদীর চরে পেঁয়াজ চাষ করার কাজ শেষ করে প্রায় ৪০ জন কৃষি শ্রমিক একটি নৌকায় বাড়ি ফিরছিল। ঘাটে পৌঁছার কিছুক্ষণ আগে হঠাৎ নৌকাটি উল্টে গিয়ে নৌকার সব যাত্রী পানিতে ডুবে যায়। সবাই সাঁতরে পাড়ে উঠে এলেও নাসিম পানিতে ডুবে মারা যায়।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় ডুবুরিরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply