নড়াইলে শিশুর লাশ উদ্ধার

|

নড়াইলের লোহাগড়া উপজেলার সিংগা গ্রাম থেকে রমজান শেখ(৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় পুলিশ তার লাশ থানায় নিয়ে আসে। আঘাতের পর পানিতে চুবিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারনা।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, রমজান বুধবার সকাল সাড়ে ৮টায় সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। ক্লাস শেষে সাড়ে ১১টা বা ১২ টার দিকে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও রমজান বাড়িতে ফেরেনি। বিকাল ৪টার দিকে পিতা ইলিয়াসের বাড়ি পার্শ্ববর্তী বাগানে রমজানের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় লাশ থানায় নিয়ে আসে।

নিহত শিশুর খালা লাকি বেগম অভিযোগ করেন, কেউ রমজানকে হত্যা করে ফেলে রেখেছে।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) আমান উল্লাহ আল বারী জানান,লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে আঘাতের পর পানিতে চুবিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply