ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় শাওন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। তার নাম নয়ন শেখ (২৫)।
বুধবার রাত ৮টার দিকে ভাঙ্গা-টেকেরহাট মহাসড়কের পুর্বসদরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন ঢাকা গেন্ডারিয়া থানার নামাপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, ঢাকা থেকে একটি বরযাত্রী মাদারীপুর জেলার রাজৈর টেকেরহাট এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে আসে। তাদের সঙ্গে মোটরসাইকেলে এসেছিলেন ওই দুই বন্ধু।
বিয়ে খেয়ে ঢাকায় ফেরার পথে একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে (ঢাকা মেট্রো-ল-৩২-৪২৮১) চাপা দিয়ে পালিয়ে যায়।
তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন এবং নয়নকে আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানন্তর করা হয়।
Leave a reply