টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারী নিহত

|

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারী নিহত হয়েছে।

পুলিশের ভাষ্য, গ্রেফতার দুই ইয়াবা কারবারী জিয়াবুল ও আজিমুল্লাহকে নিয়ে গতকাল রাতে অভিযান চালায় তারা। সাতঘরিয়া পাহাড়ের জঙ্গলে গেলে ওঁৎ পেতে থাকা ইয়াবা কারবারীরা পুলিশের উপর হামলা চালায়। পুলিশ জবাব দিলে দুইজন গুলিবিদ্ধ হয়। তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জিয়াবুল ও আজিমুল্লাহকে মৃত ঘোষণা করেন। এসময় আহত হন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৪ জন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply