জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণার পর গত কয়েকদিন ধরে জার্মানিতে ইয়াহুদি বিরোধি বিক্ষোভ সমাবেশ হচ্ছে, মিছিলে যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলের পতাকা পোড়ানো হয়। এমন পরিস্থিতিতে জার্মান পুলিশ সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে বিক্ষোভ মিছিলে এই দুদেশের পতাকা বহন করা যাবে না।
শুক্রবারে ফিলিস্তিনের পক্ষে মিছিলের পর জার্মানির পুলিশের পক্ষ থেকে একটি টুইটে জানানো হয়, বিক্ষোভ মিছিলে কোন ধরনের বিপজ্জনক বস্তু ও যুক্তরাষ্ট্রের ও ইসরায়েলের পতাকা নেয়া যাবে না। পুলিশ জানিয়েছে, মিছিলে আসা বিক্ষোভকারীদের দেহ তল্লাশী করা হবে।
এরআগে জার্মানিতে বিভিন্ন প্রতিবাদ সমাবেশে ইসরায়েল ও ইহুদি বিরোধি স্লোগান দিয়ে বিক্ষোভ করা হয়। এমনকি বিভিন্ন সময় ইসরায়েলি পতাকা পোড়ানো হয়। তবে জার্মানিতে পতাকা পোড়ানো আইনগত কোন অপরাধ নয়।
গত শুক্রবার জার্মানির পশ্চিম বার্লিনে ফিলিস্তিনের স্বাধীনতা দাবি করে রাস্তায় নেমে বিক্ষোভ করা হয়। এসময় বিক্ষোভ কারীরা ফিলিস্তিনের পতাকা বহন করে ছিলো। তবে ফিলিস্তিনের পতাকা বহনে কোন নিষেধাজ্ঞা আরোপ করেনি পুলিশ।
Leave a reply