পঞ্চগড়ে রাস্তা থেকে ফুটফুটে কন্যাশিশু উদ্ধার

|

পঞ্চগড় শহরের বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা একমাস বয়সী জীবিত একটি কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শিশুটি কার তা এখনও জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি সম্পন্ন সুস্থ রয়েছে। রোববার পর্যন্ত হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

পুলিশ সূত্রে জানা যায়, শহরের বানিয়া পাড়ার এলাকার মোজাম্মেল হকের বাড়ির পাশে রাস্তায় পড়ে ছিল শিশুটি। এসময় মোজাম্মেল কান্নার আওয়াজ পেয়ে কাছে গিয়ে শিশুটিকে দেখতে পায়।

তাৎক্ষণিক থানায় খবর দেয়া হয়। পরে শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে শিশুটিকে দেখতে হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াছমিন ও জেলা পুলিশ সুপার (এসপি) ঈউসুফ আলী।

সাবিনা ইয়াছমিন জানান, রোববার পর্যন্ত শিশুটিকে হাসপাতালে রাখা হবে। পরে ওইদিন শিশুটিকে আদালতে পাঠানো হবে। যদি এরমধ্যে শিশুটির পরিবারের কোনো সদস্য বা অন্য কেউ শিশুটিকে দত্তক নিতে আসে তাহলে আদালতের মাধ্যমে হস্তান্তর করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply