কাল ধরা পড়া সেই ভারতীয় জেলের বিরুদ্ধে মামলা

|

রাজশাহীর চারঘাট পদ্মানদীতে অবৈধ অনুপ্রবেশ করে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার করার অপরাধে ভারতীয় জেলে প্রণব মন্ডলের নামে মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পাসপোর্ট ছাড়াই অবৈধ অনুপ্রবেশ করে ইলিশ শিকার করার অপরাধে বিজিবি’র চারঘাট বিওপির হাবিলদার হুমায়ুন কবীর বাদী হয়ে চারঘাট থানায় মামলাটি দায়ের করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার চারঘাটের বড়াল নদীর মহনায় বাংলাদেশের অন্তত ৫০০ মিটার ভেতরে প্রবেশ করে মা ইলিশ শিকার করছিলেন তিন ভারতীয় জেলে। সেসময় নদীতে অভিযান পরিচালনাকালে বিজিবি তাদের আটকের চেষ্টা করে। দুই জন পালিয়ে গেলেও আটক হয় জেলে প্রণব মন্ডল। আটকের খবর পেয়ে অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে বিএসএফ এর চার জওয়ান। তারা চেষ্টা করে প্রণবকে ছিনিয়ে নেবার। এসময় বিজিবি বাধা দিলে বিএসএফ গুলি চালায়। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় বিজিবিও। এতে বিএসএসফের এক জওয়ান নিহত ও একজন আহত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply