লাগেজের ওজন কমাতে গায়ে জামাকাপড়ের স্তর!

|

ব্যাগ নিয়ে চেক-ইন কাউন্টারে গিয়ে জানলেন এই বিমানে একজন যাত্রীর সাথে বহনকৃত ব্যাগেজের ওজনসীমা ৭ কেজি। কিন্তু তার ব্যাগের ওজন ৯ কেজি। বাড়তি ওজনের জন্য তাকে ফি দিতে হবে।

কিন্তু ফি হিসেবে অর্থ খরচে রাজি ছিলেন না ফিলিপাইনের নাগরিক জেল রডরিগেজ। কাউন্টারের কর্মকর্তাকে বললেন তিনি ব্যাগের ওজন কমিয়ে দিচ্ছেন। এরপরই তিনি এক অদ্ভুত কাণ্ড করলেন, যা এখন দুনিয়াজুড়ে ভাইরাল!

ব্যাগ খুলে জেল আড়াই কেজির মতো ওজনের কাপড়চোপড় বের করলেন। কয়েকটা টি-শার্ট, প্যান্ট এবং জ্যাকেট। এরপর গায়ে থাকা কাপড়ের ওপরই সেগুলো পরে নিলেন! সব মিলিয়ে গায়ে দিলেন ৫টি টি-শার্ট, ৩টা প্যান্ট এবং ৩টা জ্যাকেট।

জেলের এমন কাণ্ড দেখে আশপাশের যাত্রীরা ছবিও তুললেন। নিসংকোচে পোজ দিলে এই নারী। পরে সেই পোজ দেয়া একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করলেন মজা করে। আর যায় কোথায়। মুহূর্তেই ভাইরাল তার এমন কাণ্ডের ছবি।

এরপর নজর পড়ে সংবাদমাধ্যমগুলোর। ডেইলি মেইল, ভাইস-এর মতো সংবাদমাধ্যম তার এই ছবি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ভাইস-কে তিনি বলেছেন, বাড়তি ফি না দিতে তিনি এই অদ্ভুত সমাধানের চিন্তা। পরে স্রেফ মজা করার জন্যই একটা ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন।

সাংবাদিকদের সাথেও মজা করে জেল বলেন, ‘যদি জানতাম এটা এমন ভাইরাল হবে তাহলে ছবি তোলার সময় আরেকটু ভালোভাবে পোজ দিতাম’!।

তবে এটাও জানিয়েছেন, আর কখন এমন সমাধানের পথে হাঁটবেন না তিনি। কারণ, ওই দিন অতিরিক্ত কাপড়ের কারণে প্রচণ্ড গরমে অস্থির হয়ে পড়েছিলেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply