Site icon Jamuna Television

৩৬তম বিসিএস পুলিশ ব্যাচ’র সভাপতি ইমরুল, সাধারণ সম্পাদক রাকিব

নিজস্ব প্রতিবেদক:

৩৬তম বিসিএস পুলিশ ব্যাচের সভাপতি হয়েছেন মোহাম্মদ ইমরুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন এম. রাকিবুল হাসান ভূঞা।

শুক্রবার রাজধানীর ইস্কাটন গার্ডেনের পুলিশ অফিসার্স মেসে ব্যাচের সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

আগামী দুই বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।

মোহাম্মদ ইমরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে শরীয়তপুর জেলার সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন।

এম. রাকিবুল হাসান ভূঞা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন।

কমিটি গঠনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সভাপতি মোহাম্মদ ইমরুল বলেন, সবাইকে নিয়ে কাজ করতে চাই। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সাধারণ সম্পাদক এম. রাকিবুল হাসান ভূঞা বলেন, বাংলাদেশ পুলিশ ও ব্যাচের মর্যাদা বৃদ্ধিতে সবাইকে নিয়ে একসঙ্গে আমরা কাজ করব।

Exit mobile version