Site icon Jamuna Television

যুবলীগের দায়িত্ব পেলে উপাচার্য পদ ছেড়ে দেব: জবি ভিসি

যুবলীগের দায়িত্ব পেলে ‍উপাচার্য পদ ছেড়ে দিবেন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মীজানুর রহমান।

বৃহস্পতিবার যমুনা টেলিভিশনের টক-শো ‘২৪ ঘণ্টা’য় এসব কথা বলেন ভিসি ড. মীজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, আমি উপাচার্য হওয়ার পর আর কোনো (যুবলীগের) মিটিংয়ে যাই না। তবে যদি আমাকে এখনো বলা হয় যুবলীগের দায়িত্ব নিতে হবে, আমি ভাইস চ্যান্সেলরের পদ ছেড়েই দায়িত্ব নেব।

টক-শোতে তিনি বলেন, আমাকে যদি বলা হয়, আপনি যুবলীগের দায়িত্ব নিতে পারবেন কি না? তবে আমি সঙ্গে সঙ্গে উপাচার্য বা চাকরি ছেড়ে দেব এবং যুবলীগের দায়িত্ব নেব।

অধ্যাপক মীজানুর রহমান যুবলীগের বর্তমান কমিটির প্রথম প্রেসিডিয়াম সদস্য।

ড. মীজানুর রহমান ২০১৩ সালের ২০ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগ দেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে ছিলেন।

Exit mobile version