Site icon Jamuna Television

নড়াইলে শিশু রমজান হত্যার ঘটনায় মামলা

নড়াইলের লোহাগড়ায় শিশু রমজান হত্যার ঘটনায় মামলা হয়েছে। লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত রমজানের নানা। এ ঘটনায় রমজানের বাবা ইলিয়াস শেখসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সিংগা-মশাঘুনি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনিতে পড়তো শিশুটি, থাকতো নানা বাড়িতে। বুধবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পর আর থেকে ফেরেনি রমজান। সন্ধ্যায় বাবা ইলিয়াস শেখের বাড়ির পাশের একটি নালা থেকে উদ্ধার হয় শিশু রমজানের মরদেহ। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিখোঁজ সৎ মা তহমিনা।

Exit mobile version