আগামি নভেম্বরের মাঝামাঝি স্বাক্ষরিত হতে পারে চীন-মার্কিন বাণিজ্য চুক্তি। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন এ কথা।
তিনি জানান, চিলিতে অনুষ্ঠিতব্য দু’দিনব্যাপী এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের সম্মেলনেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। হোয়াইট হাউজ জানায়, চুক্তির প্রথম শর্ত অনুযায়ী বার্ষিক ৫০ বিলিয়ন ডলারের মার্কিন কৃষি পণ্য ক্রয়ে সম্মত হয়েছে চীন। অবশ্য বেইজিং এর তরফ থেকে কিছু নিশ্চিত করা হয়নি এ বিষয়ে। গত সপ্তাহে হোয়াইট হাউজে চীনা উপ প্রধানমন্ত্রী লিউ হি’র সাথে বৈঠকের পরই বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা দেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের সাথে খুব ইতিবাচক আলোচনা চলছে। আমার বিশ্বাস খুব সহজেই চুক্তিতে পৌঁছাবো আমরা। চিলির সম্মেলনে আমি এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দু’জনেই উপস্থিত থাকবো। তাই সেখানেই বৈঠক হতে পারে আমাদের।
Leave a reply