কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। কুড়িগ্রাম জেলা প্রশাসক ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে মোট ৫০ জনকে নিয়োগ দেবে। শুধু কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। পদগুলোতে মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা
৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০ থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন ৯৩০০-২২৪৯০/-টাকা।
আবেদনের নিয়ম
প্রার্থীর সদ্যতোলা রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা : জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পাঠানো যাবে আগামী ১৪ নভেম্বর, ২০১৯ পর্যন্ত।
Leave a reply