কী করে চিনবেন বুদ্ধিমান মানুষ?

|

ব্যক্তিত্ব ও আচরণের দিক থেকে প্রতিটি মানুষ আলাদা। প্রত্যেকের রয়েছে নিজস্ব ভাবনা ও স্বতন্ত্র স্টাইল। বর্তমান যুগে নিজের পরিবার এমনকি মাঝে মধ্যে নিজের পরিবারের কিছু বিশেষ মানুষ ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়।

গবেষণায় দেখাগেছে,বুদ্ধিমান মানুষরা বিশ্বাস নয়, যুক্তি এবং তথ্যের ভিত্তিতে কথা বলেন। তাদের হৃদয় সাধারণত অত্যন্ত কোমল হয়ে থাকে। অনেকক্ষেত্রে ছেলেমানুষি তাদের অন্য সবার থেকে আলাদা করে তোলে।

কোনো বিষয় জানা না থাকলে ‘জানি না’-এ কথাটা বুদ্ধিমান ব্যক্তি সহজেই স্বীকার করে নেন। তারা অযথা পাণ্ডিত্য প্রদর্শনের চেষ্টা করেন না। অন্যের প্রতি শ্রদ্ধা দেখানো বুদ্ধিমান মানুষের লক্ষণ।

বুদ্ধিমান ব্যক্তিরা নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন। তাদের মনে বেশি প্রশ্ন থাকে।তারা উদার হৃদয়ের হয়ে থাকেন।

কোনো কোনো বুদ্ধিমানরা নেশায় আসক্ত থাকেন। বই পড়া, ছবি তোলা, গান শেখাসহ বিভিন্ন ধরনের নেশা।

অপ্রয়োজনীয় কোন তথ্য তারা মাথায় রাখতে চান না। বেশিরভাগ সময় তারা রাতজাগা পছন্দ করেন ও ইন্টারনেটের দুনিয়ায় ডুবে জ্ঞানবৃদ্ধির চেষ্টা করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply