Site icon Jamuna Television

কাউন্সিলর রাজীব গ্রেফতার

চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে দশটার দিকে তাকে রাজধানীর বসুন্ধারা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। ওই বাড়িতে রাজিব গত ১৩ অক্টোবর থেকে আত্মগোপন করে ছিলেন। র‍্যাব জানিয়েছে, এটি রাজীবের বন্ধুর বাসা।

পরে ব্রিফিংয়ে র‍্যাব জানায়, রাজীবকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। বাসাটি থেকে একটি বিদেশি পিস্তল, বুলেট, নগদ ৩৩ হাজার টাকা ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তবে, রাজীবের সেই বন্ধুকে খুঁজে পাওয়া যায়নি।

রাজীব ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের একজন শীর্ষ নেতার ছত্রছায়ায় প্রভাব বিস্তার করে আসছিলেন তিনি।

Exit mobile version