আহমাদুল কবির, মালয়েশিয়া:
মালয়েশিয়ায় অভিবাসীদের অংশগ্রহণে শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। রয়েছে বাংলাদেশ টিমও। মালয়েশিয়া বিডি ওভার্সেস এলিভেন ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সার্বিক সহযোগিতায় ১৬ টি দেশের অভিবাসী কর্মীদের অংশগ্রহণে শুরু হলো টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (লেবার ২) মো: হেদায়েতুল ইসলাম মন্ডল।
এ উপলক্ষে ১৯ অক্টোবর কাজাং হাই স্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া সংগঠক বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি মনির বিন আমজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই কমিশনের প্রথম সচিব (পলিটিক্যাল) রুহুল আমিন।
উদ্বোধনী খেলায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, শরিয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কতোয়াল, দাতু আব্দল রউফ, রাশেদ বাদল, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সিনিয়র সহ সভাপতি আহমাদুল কবির, বিএম বাবুল হাসান, তারিকুল ইসলাম মিতুল, নাজমুল ইসলাম বাবুল, শাহ আলম হাওলাদার প্রমূখ।
মালয়েশিয়ার সনামধন্য কাজাং হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় বিডি ওভার্সেস এলিভেন বনাম ইউটি কেএলসিসি মাঠে নামে । ইউটি কে এল সি সি দলে ভারত ও পাকিস্তানের অভিবাসী কর্মী মিলে একটি দল করেছে যা সৌহার্দ্য ও সম্প্রীতিকে তুলে ধরে। উল্লেখ্য বিডি ওভারসিজ ইলেভেন দলের সকলেই বাংলাদেশের অভিবাসী কর্মী।
Leave a reply