৮ হাজার বছরের পুরনো মুক্তা মিলল আবুধাবিতে!

|

আট হাজার বছর আগে ঝিনুকের বুকে জন্ম নেয়া গোলাপি আভায় ঝলমলে বিশ্বের প্রাচীনতম মুক্তার দেখা মিলেছে মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবিতে।

প্রত্নতাত্ত্বিকদের দাবি, নিওলিথিক যুগের এই অমূল্য রত্ন সময়কে হারিয়ে সৌন্দর্যে আজও পূর্ণ যৌবনা।

সম্প্রতি মারওয়াহ দ্বীপে খননের সময় একটি ঘরের মেঝের নিচে লুকিয়ে রাখা ছিল এ ঐশ্বর্য। প্রাচীনতম স্থাপত্যের সঙ্গে সঙ্গে খোঁজ মেলে এই দুর্লভ প্রাকৃতিক মুক্তার।

আবুধাবির সংস্কৃতি ও পর্যটন দফতর জানিয়েছে, যে স্তর থেকে মুক্তাটির দেখা মিলেছে, সেটি প্রায় খ্রিস্টপূর্ব ৫৮০০-৫৬০০ আমলের।

এর আগে মারওয়াহ দ্বীপে খননের সময় অসংখ্য ভেঙে পড়া নিওলিথিক আমলের পাথরের স্তম্ভ এবং পাথরের তৈরি জপমালা, নকশাকাটা তীর চিহ্নও পাওয়া গেছে। এই মুক্তা প্যারিসের জাদুঘরে প্রথমবার দর্শকদের সামনে নিয়ে আসা হবে আগামী ৩০ অক্টোবর।

বিশেষজ্ঞদের বিশ্বাস, নিওলিথিক যুগে মুক্তার বিনিময়ে মেসোপটেমিয়া-ইরাক-সিরামিক দেশের লোকেরা জিনিস কেনাবেচা করত।

আর মুক্তার গহনার কথা কে না জানে! পাশাপাশি মুক্তাশিল্প একসময় আরব আমিরাতের অর্থনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল।

১৯৩০ সাল থেকে জাপানেও এই শিল্প জনপ্রিয় হলে ধস নামে আরব আমিরাতের অর্থনীতিতে। উপসাগরীয় দেশ তখন আশ্রয় নেয় তেল আমদানি-রফতানিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply