সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ের শিশু তুহিন হত্যা মামলায় পিতা ও চাচাকে আবারও রিমান্ডে নিয়েছে পুলিশ। পিতা আব্দুল বাসিরকে পাঁচ দিন ও দুই চাচাকে তিন দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার বিকেল ৫টায় সুনামগঞ্জ জ্যেষ্ঠ জুডিশিয়াল আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা তিন আসামির রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে নিহত শিশুর পিতা আব্দুল বাসির ও চাচা আব্দুল মোছাব্বির ও জমশেদ আলীকে আদালতের কাছে সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত পিতার পাঁচ দিন এবং দুই চাচাকে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।
এর আগে শুক্রবার পিতা আব্দুল বাসির ও দুই চাচাকে তিন দিন করে রিমান্ডে নিয়েছিল পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।
অন্যদিকে মঙ্গলবার নিহতের আরেক চাচা নাসির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধি দেন।
*
Leave a reply