Site icon Jamuna Television

পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাওয়ের পীরগঞ্জ বাশগাড়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পীরগঞ্জ স্টেশন মাস্টার গোলাম রব্বানী ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা যাওয়া কথা স্বীকার করেছেন। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারনা করছেন তিনি।

পীরগঞ্জ দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় জানান, পীরগঞ্জ রেল স্টেশনের দক্ষিনে বাশগাড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা যাওয়ার খবর পেয়ে সেখানে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। জায়গাটি ফাঁকা হওয়ার কারণে কোন ট্রেনে এ দুর্ঘটনা ঘটেছে তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। কাটা পড়া ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে, ঢাকা থেকে পঞ্চগড়গামি দ্রুতযান এক্সপ্রেস অথবা সেভেন আপ মেইল ট্রেনে এ দুর্ঘটনা ঘটতে পারে।

Exit mobile version