পুনরায় বিসিবির সভাপতি হয়ে বাড়তি কিছু পাওয়ার নেই বলে মন্তব্য করেছেন ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। আজ যমুনা টেলিভিশনের টকশো ‘২৪ ঘণ্টা’য় পুনরায় বিসিবির সভাপতি হতে চান কিনা এমন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, বিসিবির সভাপতি হিসেবে আমি কী অর্জন করতে পারবো? বিসিবির সভাপতি হিসেবে আমি যে অর্জন করেছি তা একটা জাতির ইতিহাসে একবারই আসে। আমি যদি বলি, ওয়ানডে স্ট্যাটাস, আমি যদি বলি টেস্ট স্ট্যাটাস,আমি যদি বলি প্রথম বিশ্বকাপ, আমি যদি বলি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা। এসব গুলোই তো পেয়েছি। সুতরাং এখানে বাড়িত কিছু পাওয়ার নাই।
সাবেক বিসিবি সভাপতি আরো বলেন, তবে আমি মনে করি, এমন একটা কাঠামো ঠিক করে দেয়া বা এমন একটা গঠনতন্ত্র ক্রিকেট বোর্ডকে দেয়া যেটা দিয়ে ক্রিকেট বোর্ড সত্যিকার অর্থে সামনের দিকে এগিয়ে যাবে।
Leave a reply