দায় স্বীকার করলো আইএস

|

স্পেনের বার্সেলোনায় গতকাল বৃহস্পতিবারের রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

আইএসের কথিত সংবাদ সংস্থা ‘আমাক’ এর বরাতে রয়টার্স জানিয়েছে, যারা হামলা চালিয়েছে, তারা আইএসের যোদ্ধা। এই হামলাকে প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে সংগঠনটি।

বার্সেলোনা শহরের জনপ্রিয় পর্যটন এলাকা লাস র‍্যামব্লাসে গতকাল বিকেলের সন্ত্রাসী হামলায় অন্তত ১৩ জন নিহত হয়। আহত শতাধিক লোক। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

লাস র‍্যামব্লাসে পথচারীদের ভিড়ের মধ্যে একটি ভ্যান তুলে দিয়ে এ হামলা চালানো হয়। এটিকে সন্ত্রাসী হামলা বলেছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভ্যানটি আঁকাবাঁকাভাবে সামনে এগোচ্ছিল। খুব দ্রুতগতিতে লোকজনকে পিষ্ট করছিল। যতটা সম্ভব তত বেশিসংখ্যক মানুষকে পিষ্ট করার চেষ্টা করছিল ভ্যানটি। ভ্যানের চাপায় লোকজন সড়কে লুটিয়ে পড়ছিল।

পথচারীদের পিষ্ট করার পর ভ্যানচালককে হেঁটে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা গেছে।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply