মংলার মালগাজী সেক্রেডালহাট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রণতি মল্লিককে মারধর করেছে একদল যুবক। এসময় তাকে শারীরিক প্রহার ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়।
শিক্ষক প্রণতি মল্লিক বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহলের সাথে মংলার উত্তর হোলদেবুনিয়া গ্রামে তাদের নিজস্ব ছয় শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। গত ১৫ অক্টোবর দুপুরে তিনি স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রভাবশালী মহলের নিদেশে কয়েকজন যুবক তাকে গতিরোধ করে। এসময় প্রথমে তারা তাকে কিল-ঘুষি ও পরে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় শিক্ষক প্রণতি মল্লিককে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উন্নত চিকিৎসার জন্য বুধবার বিকেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরও প্রভাবশালী মহল তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি ও পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
Leave a reply