পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযাগিতা

|

পটুয়াখালী প্রতিনিধি

কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উদযাপন উপলক্ষ্যে পটুয়াখালীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মিলনায়তনে কোমলমতি শিশুরা এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এ সময় শিশুদের উদ্দেশ্য করে বলেন, ছবি আকা একটি শিল্প। তোমরা অবসর সময়ে খেলা-ধুলার ফাঁকে ছবি আকার চর্চা করো। এতে নিজে কিছু করার স্বাদ পাবার পাশাপাশি মেধা ও মননের বিকাশ ঘটবে। তাই মোবাইল ফোন ব্যাবহার না করে খেলাধুলাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহনে শিশুদের পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, সহকারি পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, ওসি ডিবি মোঃ জাকির হোসনসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কাল সকালে জেলা শিশু একাডমি মিলনায়তন আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply