Site icon Jamuna Television

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

নরসিংদীর রায়পুরায় প্রকাশ্যে শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

রাতে রায়পুরা থানায় স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, শ্যালকসহ ৭ জনকে আসামি করে মামলা করেন নিহত শফিকুলের ভাই আল আমিন। এর আগে শফিকুলের স্ত্রী রহিমা আক্তার ও শাশুড়ি মর্জিনা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার দুপুরে আমিরগঞ্জের হাসনাবাদ গ্রাম থেকে স্ত্রী রহিমাকে জোর করে নিজ বাড়িতে নিতে গেলে হট্টগোল বাঁধে। সংঘর্ষের একপর্যায়ে এলোপাতাড়ি কোপানো হয় শফিকুলকে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

Exit mobile version