ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে প্রাণ গেছে ২২০ জনের

|

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে চলতি মাসে প্রাণ গেছে অন্তত ২২০ জনের। গেলো দু’দিনেই নিহতের সংখ্যা ৬৩। নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত, দু’হাজারের বেশি মানুষ।

ইরাকি হিউম্যান রাইটস কমিশন বলছে, রাজধানী বাগদাদসহ পুরো দেশেই সহিংস পরিস্থিতি বিরাজ করছে। তবে হতাহতের বেশিরভাগই শিয়া মুসলিম অধ্যুষিত দক্ষিণের বাসিন্দা। বিভিন্ন রাজ্যে কারফিউ উপেক্ষা করেই বিক্ষোভ অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা। আগুন দিয়েছে বিভিন্ন প্রদেশের সরকারি ভবন, দলীয় কার্যালয়, এমনকি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের বাড়িতেও।

বেকার সমস্যার সমাধান, আর সব নাগরিক অধিকারের দাবিতে গেলো ১ অক্টোবর ইরাকে শুরু হয় আন্দোলন। সহিংস হয়ে উঠছে লেবাননের সরকার পতনের আন্দোলনও। এদিকে, স্বাধীনতাকামী নেতাদের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে স্পেনের বার্সেলোনাতে শনিবারও রাজপথে বিক্ষোভ করেন সাড়ে তিন লাখ কাতালান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply