জীবনে ঘটে যাওয়া কত ঘটনা নিয়েই তো সিনেমা নির্মিত হয়। এবার চুল পড়া নিয়ে সিনেমা নির্মিত হয়েছে কলকাতায়। ‘টেকো’ নামের সিনেমাটি পরিচালনা করেছেন অভিমন্যু মুখার্জী। সিমেনার গল্পটি এরইমধ্যে আলোড়ন তুলেছে।
ছাপোষা চাকুরিজীবী অলোকেশ নিজের চুলের প্রতি যত্নশীল। অন্যদিকে মীনা নামের এক তরুণীও চুল নিয়ে বেশ সচেতন। ঘটনাক্রমে মীনার সাথে অলোকেশের বিয়ে ঠিক হয়। বিয়ের কথাবার্তারে পর তাদের বোঝাপোড়াও বেশ ভালোভাবে এগোয়।
এদিকে, একদিন অলোকেশ একটি তেলের বিজ্ঞাপন দেখে সেটি কিনে এনে চুলে মাখে। তারপর থেকে তার চুল পড়তে থাকে। একসময় টাক হয়ে যায় অলোকেশ। এ কারণে মীনা তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। দিশেহারা অলোকেশ ওই তেল কোম্পানির বিরুদ্ধে ভোক্তা অধিকারে মামলা করে বসেন। শুরু হয় আইনি লড়াই আর এভাবে এগিয়ে যায় সিনেমার কাহিনী
সিনেমাতে অলোকেশ চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে, আর মীনা চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেইলার। মুক্তির পর প্রশংসার জোয়ারে ভাসছে ট্রেইলারটি। আগামী ২২ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
Leave a reply