বড়পুকুরিয়া খনিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ২

|

পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে নির্মাণকাজ চলাকালে ছাদ ধসে ২ শ্রমিক নিহত ও ৭ জন আহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফুলবাড়ী ও পার্বতীপুর থেকে ফায়ার সার্ভিস, র‌্যাব, পুলিশ এসে সম্মিলিতভাবে উদ্ধার অভিযান শুরু করে।

নিহতরা হলেন শ্রমিকরা হলেন,ফুলবাড়ী উপজেলার মধ্য সুলতানপুর গ্রামের গোলাপ হোসেন ছেলে আকাশ বাবু (২০) ও পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া চৌহাটি এলাকার দিনেশ বাবুর ছেলে প্রশান্ত(২০)।

ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে। খনি কম্পাউন্ডের উত্তর-পূর্ব কোণে একটি জেনারেটর হাউজ নির্মাণ কাজ চলছিল। সেখানে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে, বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ দুর্ঘটনার পর থেকে কোন সংবাদকর্মীকে খনির ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি।

নিহতদের লাশ ফুলবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়েছে। আহতদের বিরামপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply