ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) মোহামেদ সালাহর শেষদিকের গোলে নাটকীয় জয় পেয়েছে লিভারপুল। রোমাঞ্চকর ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারিয়েছে তারা। স্পার্সদের হয়ে একমাত্র গোলটি করেন হ্যারি কেইন। আর অলরেডদের পক্ষে গোল করেন হেন্ডারসন ও সালাহ।
রোববার ঘরের মাঠ অ্যানফিল্ডে টটেনহ্যামকে আতিথ্য দেয় লিভারপুল। তবে শুরুতেই হোঁচট খান স্বাগতিকরা। সন হিয়ুং-মিনের দূরপাল্লার শট ডিফেন্ডার দেইয়ান লোভরেনের গায়ে লেগে গোলপোস্টে বাধা পায়। ফাঁকায় বল পেয়ে অনায়াসে হেডে জালে জড়ান কেইন।
এরপর আধিপত্য বিস্তার করে খেলে টটেনহ্যাম। তাদের মুহুর্মুহু আক্রমণ সামলাতে ব্যতিব্যস্ত থাকে লিভারপুল। তবে প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেননি অতিথিরা। উল্টো এ অর্ধের শেষদিক থেকে ছন্দে ফিরতে শুরু করেন স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত গোল পেয়ে যান তারা। ছোট ডি-বক্সে দুরূহ কোণে বল পেয়ে কোনাকুনি হাফ ভলিতে ঠিকানায় পাঠান হেন্ডারসন।
পরে ঝটিকা অভিযান চালায় লিভারপুল। সেই তোড় প্রতিরোধ করতে পারেননি টটেনহ্যাম রক্ষণসেনারা। ৭৫ মিনিটে সাদিও মানেকে গুরুতর ফাউল করে বসেন তারা। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে নিশানাভেদ করেন সালাহ। এবারের লিগে মিসরীয় কিং’র এটি পঞ্চম গোল।
বাকি সময়ে আর গোল পরিশোধ করতে পারেনি টটেনহ্যাম। ফলে পূর্ণাঙ্গ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লিগে অজেয় লিভারপুল। ১০ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করলেন জার্গেন ক্লপের শিষ্যরা। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। লেস্টার সিটি ও চেলসির পয়েন্ট সমান ২০ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে তিন নম্বরে আছে লেস্টার, চারে চেলসি।
Leave a reply