Site icon Jamuna Television

সেবা দিতে চিকিৎসকদের ঠিকমত সময় দেন না খালেদা জিয়া: বিএসএমএমইউ পরিচালক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার চিকিৎসা ভালভাবে চলছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক।

আজ রোববার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

মাহবুবুল হক জানান, ডায়বেটিকসহ ৬টি রোগে ভুগছেন খালেদা জিয়া। এজন্য বোর্ড গঠন করে চিকিৎসা চলছে। শারীরিক অবস্থা, রক্তচাপ, ব্লাড সুগার দিনে ২ বার মাপা হচ্ছে। তার চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি হচ্ছে না।

চিকিৎসকরা দুই বেলা ডিউটিতে থাকেন। চিকিৎসকদের সেবা দিতে খালেদা জিয়া ঠিকমত সময় দেন না জানিয়ে মহবুবুল হক বলেন, কিছু ওষুধ প্রয়োগে তার সম্মতি পাওয়া যায়নি।

Exit mobile version